Relaks Radio Bangla zz
Philophobia

কথায় আছে “প্রেমে পড়া বারণ”। কথাটি আবেগি হলেও আপনি কি জানেন Philophobia নামে একটি রোগ আছে যার কারণে প্রেমে পড়া সম্পর্কে কাল্পনিক ভীতি রয়েছে।

সহজ ভাষায় আমরা বলতে পারি ফিলোফোবিয়া মানে প্রেমে পড়ার ভয় যা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে।

সাধারণত প্রেম সম্পর্কে সবারই কম বেশ উৎসাহ থাকে কিন্তু ফিলোফোবিয়াতে প্রেম সম্পর্কে অতিরঞ্জিত আবেগের শিকার, অস্বাভাবিক ভয় বিরক্তি প্রতিশোধপরায়ণ এবং ঘৃণার উদ্রেক দেখা যায়। এবং যখনই সে বুঝতে পারে তারা কারো প্রতি আকৃষ্ট হচ্ছে তখন সে পুরোপুরি তাকে এড়িয়ে চলতে শুরু করে।

ফিলোফোবিয়ার সৃষ্টি এবং চিকিৎসা সম্পর্কে বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এখন ও নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞরা সংকটময় এ অবস্থা থেকে উদ্ধারে বেশ কিছু কার্যকরী উপায় বের করার জন্য  কাজ করে চলেছেন