Relaks Radio Bangla sasasa
Cat's One

আমরা সবাই জানি বিড়াল কঠিন পদার্থ তবে আপনি যদি হটাত করে শুনেন যে,বিড়াল তরল পদার্থ তাহলে কেমন হয়?

প্যারিসের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক এন্টনি ফারদিন গবেষণা করে বের করেন বিড়াল যে মাঝেমধ্যে তরল পদার্থের রূপ গঠন করে।

মার্ক এন্টনি বলেন বিড়ালকে যদি সুবিধামতো পাত্রে রাখলে বিড়ালও সেই পাত্রের আকৃতি ধারন করে।তবে এজন্য বিড়ালকে পর্যাপ্ত সময় দিতে হবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বিড়ালের তরলত্ব নির্ভর করে সাধারনত সময় এবং পারিপার্শ্বিক অবস্থার উপর।

তবে আপনি ইচ্ছে মত বাকা-ত্যাড়া যেকোন ধরণের পাত্র দিলেই যে বিড়াল পাত্রের আকৃতি ধারন করতে পারবে তা কিন্তু নয়। এবং এসবের পিছনে কিছু সুন্দর ইক্যুয়েশন ও প্রদর্শন করেছেন মার্ক ফারদিন