Relaks Radio Bangla 3
Scientist

ছোটবেলা থেকেই দেখে আসছি যে বিজ্ঞানীদের লম্বা চুল থাকে।

কিন্তু এর পিছনে আসল কারণ কি?

গবেষণায় দেখা যায়, বিজ্ঞানীদের আসলে লম্বা চুল রাখার পেছনে নির্দিষ্ট কোন কারণ নেই। তবে ধরে নেওয়া যায়, বিজ্ঞানীরা মূলত সৌন্দর্যের চেয়ে গবেষণায় প্রতি মনোনিবেশ করতেন। গবেষণার মত গুরুত্বপূর্ণ বিষয়ে সময় দিতে গিয়ে চুল কাটা বা ড্রেসিংয়ের জন্য সময় নষ্ট করতেন না।

তাছাড়া প্রচলিত একটি বিষয় বিশ্বাস রয়েছে যে, যে বিজ্ঞানীর চুল যত বড় তার অভিজ্ঞতা তত বেশি।

তবে অনুমান করে হলেও বিজ্ঞান বলে যখন মস্তিষ্কে অনেক প্রেসার পডে তখন মাথায় রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। আর উচ্চ রক্ত প্রবাহ চুল বৃদ্ধির হারও বৃদ্ধি করে।অর্থাৎ মস্তিষ্কে রক্ত প্রবাহের হার বৃদ্ধির সাথে সাথে চুলের বৃদ্ধি ও স্বাভাবিক ভাবে বেশি হয়। মোটকথা বিজ্ঞানীরা ঠিক কী কারণে চুল লম্বা রাখতেন তা নির্দিষ্ট করে কারো জানা নেই।