Relaks Radio Bangla 4
Ghost

সাধারনত আমরা গ্রামে অনেকেই আলেয়া দেখেছি। অনেকে আবার বলেন ভাগ্য ভালো থাকলে নাকি আলেয়ার দেখা পাওয়া যায়!

কিন্তু প্রশ্ন হলো আলেয়া কে?

আলেয়া হচ্ছে গ্রামাঞ্চলে মাঠের মধ্যে জ্বলতে থাকা এক অজানা আলো। যে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়।তবে বেশির ভাগ সময় সে আলো উপরে উঠে যায় বা কেউ ধরতে গেলে উধাও হয়ে যায়। যার কারণে অনেকে একে ভৌতিক আলোর ব্যাখ্যা দিয়ে থাকেন।

কিন্তু আমরা জানি বিজ্ঞানে অলৈকিক বা ভৌতিক বলতে কিছু নেই। সব কিছুর পিছনে বিজ্ঞান থাকে। মুলত আলেয়া আসলে মার্শ গ্যাস থেকে উৎপত্তি হয়া এক আলো। জমির পাশে কিংবা পুকুরের ধারে, বনে জঙ্গলে গাছপালা,সবুজ ঘাস পঁচে গেলে যে গ্যাস উৎপন্ন হয় সেটাই মার্শ গ্যাস বা মিথেন ।
মিথেনের সাথে আরো দুটি গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ দাহ্য ফসফিন ও ফসফরাস
ডাইহাইড্রাইট গাস। এদিকে ফসফরাস ডাইহাইড্রাইট গ্যাস যখন বায়ুর সংস্পর্শে আসে তখন জ্বলে ওঠে এবং আগুনের শিখা বাড়ায় দাহ্য ফসফিন আর মিথেন। আর সেই নীল শিখা দূর থেকে দেখে আলৗকিক মনে হয়। যা স্থানীয় ভাষায় আলেয়া নামে পরিচিত