Relaks Radio Bangla sasasaz
BEE

সাধারণত মৌমাছির দ্বারা সকল পরাগায়ন ঘটে। আর যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তবে
পরাগায়ন ঘটানো সম্ভব না।

মূলত পরাগায়ন প্রক্রিয়ার প্রায় ৮০ শতাংশ এর বেশি মৌমাছি করে থাকে। এবং বিশ্বের প্রায় ১০০ রকমের ফল ও ৯০ ভাগ ফসলের পরাগায়ন মৌমাছি দ্বারা হয়।

তাই মৌমাছি না থাকলে ফসল হবে না। এবং পৃথিবীর সমস্ত জীব কোনো না কোনোভাবে খাদ্যের জন্য উদ্ভিদ বা ফসলের উপর নির্ভরশীল। যেহেতু পরাগায়ন না হলে ফসল উৎপাদন কম বা সম্ভব না সেহেতু এই মৌমাছি যদি না থাকে তাহলে জীবকুলের ধ্বংস হওয়ার সম্ভবনা ও থাকে।

কেননা মৌমাছি যে হারে পরাগায়ন ঘটায় সে হারে অন্য কোনো পাখি বা বাহক তা করতে সক্ষম নয়।
তাই বলাই যায় মৌমাছি বিলুপ্ত হলে জীবকুল ও বিলুপ্ত হবে