Relaks Radio Bangla zz
Electric Shock

হঠাৎ বেকায়দায় কনুইয়ে আঘাত পেলে যেন ইলেকট্রনিক শক লাগে।
কিন্তু কেন এমন হয়?

সাধারনত কনুইয়ের একটুখানি ওপরে হঠাৎ করে টোকা বা জোরে চাপ লেগে গেলে অদ্ভুত রকম এক যন্ত্রণা অনুভুত হয় যা বৈদ্যুতিক শকের মতো শিহরণ হয়।

মূলত কনুইতে ‘কিউবিটাল টানেল’ নামে একটা অংশ আছে, যেখানে এই স্নায়ুটি সরাসরি ত্বকের নিচেই থাকায় কোনো হাড় বা পেশি দিয়ে আবৃত থাকে না। আর যদি ভুলে সেখানে টোকা বা চাপ লেগে যায়,তখন স্নায়ুটি সংকুচিত হয়ে চামড়া আর হিউমেরাস নামের হাড়ের মেডিয়াল এপিকন্ডাইল নামে উঁচু হয়ে থাকা অংশটির সঙ্গে বাড়ি খায়।যার ফলে সরাসরি স্নায়ুটির ওপরে চাপ পাড়।
এবং মস্তিষ্কে তখন তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় বা কনুই থেকে বাহুর নিচে এবং অনামিকা ও কনিষ্ঠ আঙুলে হঠাৎ করে ব্যথা ও বৈদ্যুতিক শকের মতো অনুভূতি হয়