Relaks Radio Bangla zzzs
Cat's

রাতের বেলা চারিদিক অন্ধকার হলেও কুকুর বা বিড়ালের চোখ কিন্তু জ্বলজ্বল করে। সাধারনত এদের চোখে “ট্যাপেটাম” নামক এক ধরনের বিশেষ স্তর রয়েছে যা সামান্য আলোতেও সংবেদনশীল। এবং কম আলোতে প্রতিফলিত হয়ে চোখের পুরো অংশেই ছড়িয়ে পড়ে।

শুধু কুকুর বা বিড়াল নয়, প্রায় সব প্রাণীর রাতের হালকা আলোতে চোখ জ্বলজ্বল করে।

মূলত ট্যাপেটাম লুসিডামটি আয়নার মত কাজ করে অর্থাৎ আলো যখন চোখের রেটিনা দিয়ে প্রবেশ করে তখন স্বাভাবিক ক্ষেত্রে আলো ফটোরিসেপ্টরে পৌছে মস্তিষ্কে সংকেত প্রেরণ করে এবং আলো ফটোরিসেপ্টরে আঘাত না করে প্রতিফলিত হয়ে পুনরায় রেটিনায় ফিরে আসে। যার কারণে কুকুর বা বিড়ালের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে