Relaks Radio Bangla sasasaz
Progeria

আপনি কি জানেন এই রোগের নাম কি?

মূলত এটি প্রোজেরিয়া নামে একটি খুবই বিরল জেনেটিক রোগ ।যা কয়েকটি প্রোজেরয়েড সিনড্রোম এর মধ্যে অন্যতম। যে রোগের রোগীদের খুব অল্প বয়সে বুড়ো বা বেশি বয়সী দেখতে লাগে।
এবং তাদের আয়ুষ্কাল সাধারনত তেরো-চৌদ্দ থেকে বিশ বছর বয়স পর্যন্ত থাকে।

প্রোজেরিয়া একটি জেনেটিক রোগ হলেও এটি বংশীয় হয় না। এটা সাধারণত নতুন মিউটেশনের ফলে হয়।
গবেষণায় দেখা গেছে প্রতি ৪ মিলিয়ন জন্মগ্রহণকারী শিশুর মধ্যে ১ জন এ রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে মেডিকেল ইতিহাসে এ পর্যন্ত ১৪৩ জন প্রোজেরিয়া রোগীর কথা জানা গিয়েছে।

যেহেতু প্রোজেরিয়া রোগের কোনো কার্যকর চিকিৎসা নেই এ রোগীরা সাধারণত তেরো বছরের বেশি বাঁচে না। এবং ৯০% রোগীই বিভিন্ন জটিলতা যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি কারণে মারা যায়